Posts

Showing posts from May, 2014

ode to market tragedy

২৭শে মে ,২০১৪ বাজারের প্রতি :   নিম্নচাপ ঘনীভূত হওয়ার সাথে সাথে সকাল থেকে 'গগনে গরজে মেঘ /ঘন বরষা '...তবে ঘরে বসে থাকা তা বলে তো সম্ভব নয় ,তাই ৭টা বাজতে না বাজতেই ঘুম ছেড়ে উঠলাম চটপট আর আধঘন্টার ভেতর ছাত্রের বাড়ি। পরিয়ে ফিরেই ব্যাগ নিয়ে বাজারের দিকে রওনা হতেই হলো। বৃষ্টির পর বাজারের রাস্তাঘাটের হাল যে কেমন হয় তা প্রত্যেক বাজার-করিয়েই জানেন,মোটামুটি দু-তিনটে ট্যাকল বাঁচিয়ে,১০-১২ জন কে ড্রিবল করে ঝিঙে,পটল,টমেটো প্রভৃতি ব্যাগে পুরে ,দু-চারবার হড়কাতে হড়কাতে গোললাইন সেভ করে যখন কোনক্রমে বাড়ি এলাম ,তখন প্রায় একটি ঘন্টা উত্তীর্ণ। বাজারের ব্যাগ খুলে মা'র আর্তনাদ -"পাউরুটি টা কই রে ? ওটাই তো জলখাবারে লাগবে। " ম্যাচের শেষ মিনিটে  আত্মঘাতী গোল হলে কেমন লাগে ???
একটি   আগতপ্রায়  সন্ধ্যা  সারাদিন বৃষ্টির পর বিকেল নাগাদ আকাশটা যেন একটু পরিস্কার হয়ে এলো। কালো যে মেঘগুলো সকাল প্রায় ১০টা থেকে আকাশে দাদাগিরি করছিলো আর গুরুগম্ভীর স্বরে ডাক দিছিল গগনপারে ,তাদের দিন ফুরালো। নীল্ আকাশটা আরো একবার চোখের সামনে এসে যেন বলে গেল "সব ঠিক আছে ".